শিরোনাম: আমার গীতের সুর ও লহরি তব হৃদি মাঝে বাজে।
বিষয়: নজরুল সঙ্গীত (লেটো পালা: রাজা জয়চাঁদের ধর্ম পরীক্ষা)। ।
আমার গীতের সুর ও লহরি তব হৃদি মাঝে বাজে।
বঁধু হে তব হৃদি মাঝে বাজে॥
রূপশিখা মোর দীপশিখা হয়ে তব অন্তরে রাজে
বঁধু হে তব অন্তরে রাজে॥
তুমি তরু, আমি গুল্মলতার ফুল,
জড়ায়ে রয়েছি বুকে বুকে তুলতুল,
গাহিতেছি গীত আমি তব বুলবুল,
সাতটি সুরকে ধরেছি কণ্ঠমাঝে॥
বঁধু হে সাতটি সুরকে ধরেছি কণ্ঠমাঝে॥