শিরোনাম: লৌহ কারার দুয়ার ভাঙো, দুয়ার ভাঙো বন্দী আজি মহান রাজা।
বিষয়: নজরুল সঙ্গীত (লেটো পালা: রাজা জয়চাঁদের ধর্ম পরীক্ষা)।
লৌহ কারার দুয়ার ভাঙো, দুয়ার ভাঙো বন্দী আজি মহান রাজা।
কে রাজাকে বন্দী করে, কোন বিদেশিনী, দেয় সে সাজা॥
ভাঙ ঐ কারার দুয়ার জোরসে তান,
অত্যাচারীর মাথার উপর খড়গ হান,
পালা রে অত্যাচারী জেগেছে আজ সকল প্রজা॥
লাথি মার লাথি মার কারার দ্বারে,
ঝনঝনিয়ে ভাঙুক কারা ভয় কারে রে
মায়াবিনী বিদেশিনী দ্বপবাসিনীর দিব সাজা॥