শিরোনাম:
লৌহ কারার দুয়ার ভাঙো, দুয়ার ভাঙো বন্দী আজি মহান রাজা।
বিষয়: নজরুল সঙ্গীত (লেটো পালা:
রাজা জয়চাঁদের ধর্ম পরীক্ষা)।
লৌহ কারার দুয়ার ভাঙো, দুয়ার ভাঙো বন্দী আজি মহান রাজা।
কে রাজাকে বন্দী করে, কোন বিদেশিনী, দেয় সে সাজা॥
ভাঙ ঐ কারার দুয়ার জোরসে তান,
অত্যাচারীর মাথার উপর খড়গ হান,
পালা রে অত্যাচারী জেগেছে আজ সকল প্রজা॥
লাথি মার লাথি মার কারার দ্বারে,
ঝনঝনিয়ে ভাঙুক কারা ভয় কারে রে
মায়াবিনী বিদেশিনী দ্বপবাসিনীর দিব সাজা॥
- রচনাকাল: ১৯১০-১৯১২ খ্রিষ্টাব্দ (১৩১৭-১৩১৯ বঙ্গাব্দ)।
বরধ্মান জেলার
চুরুলিয়া গ্রামে, নজরুলের ১১ থেকে ১৩ বৎসর বয়সের রচনা।
- গ্রন্থ:
- দুখুমিয়ার লেটো গান। ঐতিহাসিক পালা। 'রাজা জয়চাঁদের ধর্ম পরীক্ষা'।
চতুর্থ দৃশ্য। চতুর্থ দৃশ্যান্তর। দ্বিতীয় গান।
সুরৎসিংহ গান। সংকলক ও সম্পাদক: মুহম্মদ আয়ুব
হোসেন। বিশ্বকোষ পরিষদ। নজরুল ফাউন্ডেশন। ১৯ অগ্রহায়ণ ১৪১০, ৬ ডিসেম্বর
২০০৩। পৃষ্ঠা: ৩৬১
- নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট।
তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০০৩। গান সংখ্যা ২৮৫০]
- বিষয়াঙ্গ: 'রাজা জয়চাঁদের ধর্ম পরীক্ষা' পালার
দশম গান। ভণিতা নাই।