শিরোনাম: কে গো তুমি বাঁশি হাতে, বাঁশুরিয়া।
বিষয়: নজরুল সঙ্গীত (লেটো পালা: রাজা জয়চাঁদের ধর্ম পরীক্ষা)।
কে গো তুমি বাঁশি হাতে, বাঁশুরিয়া।
সুধায় ভরিয়ে দিলে মোদের হিয়া॥
    চরণে নূপুর মাথায় চূড়া,
    শ্যামাঙ্গে তোমার পীতধড়া,
সন্ন্যাসী বেশে এসে, গেলে ছলিয়া॥
    লহ অঞ্জলি বংশীধারী
    যূথী কুন্দ কেয়া'র কেয়ারী,
ডালিনু চরণে তোমারি, ও চরণ নিরখিয়া॥
    নজরুল এসলাম গাই গীত,
    রাজার ধর্ম হলো পরীক্ষিত,
হেরি জয়চাঁদ রাজার পিরিত, পুলকে উঠিনু পুলকিয়া॥