এত করে বুঝাইলাম, তবু বুঝলি না কেনে।
এত উপহাসে কি তোর লজ্জা হয় না মনে॥
ঠিক বটে মূর্খের কাছে,
শাস্ত্রালাপে লাভ কি আছে,
দর্পণ দিরে অন্ধের কাছে, সে কি তার মর্ম জানে॥
ডিঙ্গি লয়ে অগাধ সাগর,
পার হইবি বাসনা তোর,
বামনেতে শশধর, ধরেছে রে কোনখানে॥
ছি ছি রে লজ্জায় মরি,
নেঙ্রা উঠো পাহাড়োপরি,
ঘুঁটে কুড়ুনীর বেটা কি, পরবে, রেশম পোষাক কিনে॥
নির্বুদ্ধি অসভ্য তাঁতি,
কিনেছিল যেমন হাতি,
সেইরূপ রে, তোর বুদ্ধির জ্যোতি, নজরুল এসলামে ভনে॥