শিরোনাম: কেমনে ধৈর্য ধরি, বল লো বল
সহচরী
বিষয়: নজরুল সঙ্গীত (লেটো গান)।
কেমনে ধৈর্য ধরি, বল লো বল সহচরী।
সহে না বিরহ জ্বালা, ঐ জ্বালাতে জ্বলে মরি॥
শ্যাম বঁধুকে ভালোবাসি,
হলাম ছি সই কুলনাশী,
ইচ্ছা হয় নিই গলে ফাঁসি, না হয় নিব গলে ছুরি॥
পাড়ার যত রসবতী,
রসকথা কয় আতি অতি,
আমি সরলা যুবতী, বল কেমনে সহ্য করি॥
নজরুল এসলামে বলে,
শ্যামনাগর যে তোমায় ছলে,
ছলনা করে, প্রেমছলে, খেলিছে হে লুকোচুরি॥
- রচনাকাল: ১৯১০-১৯১২ খ্রিষ্টাব্দ (১৩১৭-১৩১৯ বঙ্গাব্দ)।
বরধ্মান জেলার
চুরুলিয়া গ্রামে, নজরুলের ১১ থেকে ১৩ বৎসর বয়সের রচনা।
- গ্রন্থ:
- দুখুমিয়ার লেটো গান। রাধা-কৃষ্ণ বিষয়ক গান। [১৫]
সংকলক ও সম্পাদক: মুহম্মদ আয়ুব হোসেন। বিশ্বকোষ পরিষদ। নজরুল ফাউন্ডেশন। ১৯
অগ্রহায়ণ ১৪১০, ৬ ডিসেম্বর ২০০৩। পৃষ্ঠা: ৪০০।
- নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট।
তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০০৩। গান সংখ্যা ২৯০২]
- বিষয়াঙ্গ: কোনো পালা বা
চাপান-উতোর সং-এর অংশ হিসেব পাওয়া যায় না। ভণিতা
'নজরুল এসলাম'।