শিরোনাম: কি গুণে হে গুণনিধি, মজাইলে
অবলা
বিষয়: নজরুল সঙ্গীত (লেটো গান)।
কি গুণে হে গুণনিধি, মজাইলে অবলা।
প্রেম মজায়ে, দাও হে জ্বালা, ছি ছি নিঠুর কালা॥
হয় যখন নয়নে নয়ন,
হয় তখন মধুর আলাপন,
নয়নের আড় হও হে যখন, তখন জ্বালার উপর জ্বালা॥
জানিলে এ বিরহ বেদন,
মজাতাম না তোমাতে মন,
ভালোবাসায় মজে এখন, রাধারানীর কাঁদার পালা॥
নজরুল এসলামে বলে সখি,
কেন কালার প্রেমে মাখামাখি,
বিরহে তাই সজল আঁখি, আসবে কাছে রসিক কালা॥
- রচনাকাল: ১৯১০-১৯১২ খ্রিষ্টাব্দ (১৩১৭-১৩১৯ বঙ্গাব্দ)।
বরধ্মান জেলার
চুরুলিয়া গ্রামে, নজরুলের ১১ থেকে ১৩ বৎসর বয়সের রচনা।
- গ্রন্থ:
- দুখুমিয়ার লেটো গান। রাধা-কৃষ্ণ বিষয়ক গান। [১৭]
সংকলক ও সম্পাদক: মুহম্মদ আয়ুব হোসেন। বিশ্বকোষ পরিষদ। নজরুল ফাউন্ডেশন। ১৯
অগ্রহায়ণ ১৪১০, ৬ ডিসেম্বর ২০০৩। পৃষ্ঠা: ৪০১।
- নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট।
তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০০৩। গান সংখ্যা ২৯০৪]
- বিষয়াঙ্গ: কোনো পালা বা
চাপান-উতোর সং-এর অংশ হিসেব পাওয়া যায় না। ভণিতা
'নজরুল এসলাম'।