ছি ছি সই, সে কালা বই, চিন্তা নাই আর।
দরশন পেলি না তাঁর, কুঞ্জে আসা হলো সার॥
চায় না লো নাগর তোর পানে,
তুই কাঁদিস লো তাঁর জন্যে,
মান ও লজ্জার মাথা, খেলি লো এইবার॥
নিঠুর হয়েছে কালা,
তুইও করিস্ ছলাকলা,
বাঁশির ডাকে কদম তলা, ছল করে যাস্ না লো আর॥
নজরুল এসলাম ভাবে বসে,
মরলি রাধা করম দোষে,
কুল হারালি পিরিত বশে, করিস কেন মুখ ভার॥