শিরোনাম: কি আশ্চর্য দেখলাম আমি।
বিষয়: নজরুল সঙ্গীত (লেটো পালা: এক যুবতীকে, দুই যুবক বৌ বলে দাবি করছে, সে যাবে কার কাছে?)
 
কি আশ্চর্য দেখলাম আমি।
একটি নারীর দুইজন স্বামী॥
        তার দু'হাত দু'জনে ধরে,
        বৌ বলে টানাটানি করে,
সে নারী পড়েছে ফেরে, বলে, বাঁচাও জগৎ স্বামী॥
পাঠান্তর: এই পালার ১০ম দৃশ্যান্তরে পাঁচকড়ির গানটির সাথে ঈষৎ পাঠান্তর লক্ষ্য করা যায়।
কি আশ্চর্য দেখলাম আমি।
একটা নারীর দুটো স্বামী॥
দু'হাত দুইজনে ধরে,
বৌ বলে টানাটানি করে,
ঐ নারী পড়েছে ফেরে,
কি হবে মা বল তুমি॥