শিরোনাম: কি খেলা, খেলালে কালী মা, তুমি কি খেলা, খেলালে।
বিষয়: নজরুল সঙ্গীত (লেটো পালা: এক যুবতীকে, দুই যুবক বৌ বলে দাবি করছে, সে যাবে কার কাছে?)
 
কি খেলা, খেলালে কালী মা, তুমি কি খেলা, খেলালে।
কার মাথা, কার ঘাড়ে দিয়ে জীবন দিয়ে দিলে॥
            দাদার ঘাড়ে স্বামীর মাথা,
            স্বামীর ঘাড়ে দাদার মাথা,
আমার বৌ বলছে হেথা, কি মজা লাগালে॥

শোনো ওহে গোদাকবি প্রশ্ন করি তোমারে।
অমলাকে, কে পাবে, বলে যাবে আমারে॥
            কি প্রমাণে, কেন পাবে,
            সে-সব কথা বলে যাবে,
তবে গলায় মালা পাবে, সম্মান দিব তোমারে॥
            ভ্রমর কবি গাহিল গান,
            গাইবে উতোর, ধরে চাপান,
না হলে হবে অপমান শ্রোতা ভরা এ আসরে॥