শিরোনাম: কৃষ্ণ যার সখা।
বিষয়: নজরুল সঙ্গীত (লেটো গান: কংস বধ)।
কৃষ্ণ যার সখা।
ও তু মরবি কি রাই কমলিনী, ও তু মরবি কি একা।
ও তুদের এক মিলনে, দুজন মিলন আছে যে লেখা॥
কৃষ্ণ বৃক্ষ, রাধে পাতা, রাধে ফুল, কৃষ্ণ লতা,
লতায় পাতায় হবে কথা, কেউ নহে একা॥
কৃষ্ণ যখন চাপেন রথে, বিন্দে তখন দাঁড়িয়ে পথে,
বলিস বিন্দে তোর রাধেকে কাল হবে দেখা॥