শিরোনাম:
আহা! রাধা সুন্দরী, রাধা সুন্দরী।
বিষয়: নজরুল সঙ্গীত (লেটো পালা: কলঙ্কভঞ্জন)।
আহা! রাধা সুন্দরী, রাধা সুন্দরী।
কাঁদিতে ছিল দুচি আঁখি রাঙা করি॥
কানু যে আমার কালো,
কালো যে আমার ভালো,
মেঘ কালো, জল কালো, কালো আছে বুক ভরি॥
যে দিকেতে আমি চাই,
কালো যে দেখিতে পাই,
কালো যে আমার নয়নতারা হৃদিমাঝে কালো হরি॥
- গ্রন্থ:
- দুখুমিয়ার লেটো গান। চাপান সং। কলঙ্কভঞ্জন। প্রথম
দৃশ্য। দ্বিতীয় গান। ব্রজবালার গান। সংকলক ও সম্পাদক:
মুহম্মদ আয়ুব হোসেন। বিশ্বকোষ পরিষদ। নজরুল ফাউন্ডেশন। ১৯ অগ্রহায়ণ ১৪১০, ৬
ডিসেম্বর ২০০৩। পৃষ্ঠা: ১২১-১২২।
- নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট।
তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০০৩। লেটোগান। গান সংখ্যা
২৬৬৫]
- বিষয়াঙ্গ: কৃষ্ণপালা অবলম্বনে
রচিত 'কলঙ্কভঞ্জন' পালার চাপান
সং'-এর দ্বিতীয় গান। ভণিতা
নাই ।