শিরোনাম: আহা রে বাঁশি, রাধা নামে সাধা বাঁশি।
বিষয়: নজরুল সঙ্গীত (লেটো পালা: কলঙ্কভঞ্জন)।
আহা রে বাঁশি, রাধা নামে সাধা বাঁশি।
বাঁশের বাঁশি, কালার মোহন বাঁশি॥
        মোর হাতে এলো বাঁশি।
        রাধা-কৃষ্ণ-ছোঁয়া বাঁশি,
আমি উল্লাসে উল্লাসী, হাতে পেয়ে ও বাঁশি॥