শিরোনাম: ওরে, কে তোরা দুইজনে, এলি মুনির তপোবনে
বিষয়: নজরুল সঙ্গীত (লেটো পালা: কুশ ও লব)।
ওরে, কে তোরা দুইজনে, এলি মুনির তপোবনে,
চাহিলে বদন পানে, সীতা পড়ে মনে॥
            ওরে, কে তোদের জননী,
            বল রে যাদুমণি,
শুনি মধুর বাণী, তোদের চাঁদ বদনে॥
            তোদের গলে দেখি যজ্ঞের যজ্ঞ সূত্র,
            সত্যি করে বল বাপ, তোরা বা কার পুত্র,
তোরা অশ্বহেতু হলি মম শত্রু, শিশু হয়ে ঘোড়া ধরিলি কেমনে॥
            তোদের গলে দোলে সাতসেরি হার,
            ত্রিভুবন মাঝে, এ হার নাই রে আর,
কেবল মাত্র ছিল মম প্রাণ সীতার, শিশু হয়ে এ হার পেলি রে কেমনে॥  
            তোদের কে বধিব সত্য বধি বাণে,
            সে বাণ সবে না, তোদের কোমল প্রাণে,
শিশু যে রে তোরা, ফিরে যা ভবনে, কুম্ভকর্ণ আদি বধিয়াছি রণে॥
            ভ্রমর কবি কয়, শ্রীরাম, দর্প ভালো নয়,
            এ বালক দু'জন যে তব পুত্র হয়,
পুত্র হন্তে তোমার হবে পরাজয়, সীতাহার দেখে চিনিলে না কেনে॥