শিরোনাম: অতিথি এসেছে এক মোদের কুটিরে।
বিষয়: নজরুল সঙ্গীত (লেটো পালা: দাতা কর্ণ)।
কর্ণ :   অতিথি এসেছে এক মোদের কুটিরে।
          মনে হয় এসেছেন, মোরে ছলিবারে॥
                 শিশু মাংস খেতে চাই,
                 শোকে দুখ ত্যাজি তাই,
          চল মোরা দোঁহে যাই, বধি বৃষকেতুরে॥
রানী :   একি কথা! মহারাজ, তাই কভু হয়।
          পুত্র বধে পিতামাতা, অসম্ভব নিশ্চয়॥
                 নরমাংস দ্বিজে খাবে,
                 শুনেছে কে কোথা কবে,
          অসম্ভব, অসম্ভব, অসম্ভব নিশ্চয়॥
কর্ণ :   শোনো রানী, লোকে মোরে দাতা কর্ণ বলে।
          দান যদি নাহি দিই বলিবে সকলে॥
                  দাতা কর্ণ দাতা নয়,
                  তাই রানী নিশ্চয়,
          পুত্র বধি মাংস রাঁধি দিব কতূহলে॥
রানী :   তাই হোক মহারাজ, চল দোঁহে যাই।
          শোক দুখ ত্যাজি রব অতিথি সেবায়॥
                   শিশু মাংস রাঁধিয়া।
                   দিব পাতে তুলিয়া।
          অমর হইয়া রব, মোরা এ ধরায়॥