শিরোনাম: ওরে, মোর পুত্ররত্ন, বৃষকেতু বৃষকেতু।
বিষয়: নজরুল সঙ্গীত (লেটো পালা: দাতা কর্ণ)।
কর্ণ ও রানী : ওরে, মোর পুত্ররত্ন, বৃষকেতু বৃষকেতু।
বৃষকেতু     : জনক জননী দোঁহে ডাকে কিবা হেতু॥
কর্ণ           : অতিথি এসেছে ঘরে,
রানী          : আজিকে তাঁহার তরে,
                  তব মাংস রাঁধিবারে, চাই বৃষকেতু॥
বৃষকেতু     : করাত আনহ পিতা করহ কর্তন।
                 হাসি মুখে এই প্রাণ দিব বিসর্জন॥
                         অতিথি সেবার তরে,
                         যেবা প্রাণদান করে,
                তাহার মহিমা গাবে, এ তিন ভুবন॥
কর্ণ :    ধন্য ধন্য বৃষকেতু, ধন্য আজ আমি।
          তোমার জনক হয়ে গরবিত আমি॥
রানী :   জঠরে ধরেছি তোরে,
          গাইব গরব ভরে,
কর্ণ :    তোর এই আত্মদান দিবস ও যামি॥