শিরোনাম: আমি কর্ণ সেনাপতি, কুরুক্ষেত্র রণে।
বিষয়: নজরুল সঙ্গীত (লেটো পালা: কর্ণ বধ)।
আমি কর্ণ সেনাপতি, কুরুক্ষেত্র রণে।
চলিতেছে মহাযুদ্ধ, কুরু-পাণ্ডব সনে॥
        ভীষ্ম দ্রোণ পরপারে,
        ঈর্ষা ছিল মোর পরে,
বরিল সেনাপতি পদে রাজা দুর্যোধনে॥