শিরোনাম: কে, কে তুমি জননী? নাহি দেখি মুখ।
বিষয়: নজরুল সঙ্গীত (লেটো পালা: কর্ণ বধ)।
কে, কে তুমি জননী? নাহি দেখি মুখ।
অঙ্গে তব মাতৃস্নেহ ঝরে, তব মুখ দেখিতে উৎসুক॥
        কে গো তুমি? দাও পরিচয়,
        কৌতুহলি হেতু ইচ্ছা হয়,
জানিবারে তব পরিচয়, মাতা খোল খোল মুখ॥