শিরোনাম: এখন জানিনু আমি নহে সূত সুত।
বিষয়: নজরুল সঙ্গীত (লেটো পালা: কর্ণ বধ)।
এখন জানিনু আমি নহে সূত সুত।
সূর্যের ঔরসে জন্ম, কুন্তীগর্ভ জাত॥
        ক্ষত্রিয় সন্তান আমি,
        সূর্যকে সদা নমি,
দেবী, তব চরণ চুমি, তুমি মোর মাতঃ॥
[কুন্তীর চরণে হাত দিয়ে]
একি দেবী, তব এ চরণপদ্ম, মোর চরণসম।
চরণে চরণ চিহ্ন, তুমি মাতা মম॥
        মাতা, মাতা, তুমি মাতা,
[সূর্যের প্রবেশ]       
        পঞ্চ পাণ্ডব মোর ভ্রাতা,
একি! সম্মুখে কারে দেখি, জ্যোতির্ময় সম॥