শিরোনাম: আয় লো সখি, ফুল বাগানে, ফুল তুলিতে যায়।
বিষয়: নজরুল সঙ্গীত (লেটো পালা: কুলসুম)।
 

আয় লো সখি, ফুল বাগানে, ফুল তুলিতে যায়।
ফুল তুলিয়ে গাঁথব মালা পরিব গলায়॥
        ফুটেছে জুঁই কেতকী,
        রাসে ভ্রমর মাতামাতি,
মন আমার ঐ ফুলের সাথি, মন ছিটে সেথায়॥

**১. ফুলের বাসে মন উথলা, মন ছোটে সেথায়॥