শিরোনাম: আমার কান দুটো ধরে, বলে গেছে বাবা, পরের উপকার করিস না।
বিষয়: নজরুল সঙ্গীত (লেটো পালা: কুলসুম)।
আমার কান দুটো ধরে, বলে গেছে বাবা, পরের উপকার করিস না।
                 ছেঁড়া জুতো পরে বরযাত্রী যাবি,
                 ভালো দুটো পেলে বদলিয়ে নিবি,
পায়ে ভরে সোজা বাড়ি চলে আসবি, পিছন ফিরে তাকাবি না॥
ওরে পরের মাকে নিজের মা ভাববি,
পরের বোনকে নিজের বোন মনে করবি।
ওরে পরের বৌকে, নিজের বৌ মনে করিস না,
যদি করিস, তা হলে মার খেয়ে চামড়া থাকবে না॥