শিরোনাম: অন্তর কাঁদালি বাপ যাদু রে।
বিষয়: নজরুল সঙ্গীত (লেটো পালা: কুলসুম)।
ফকির : অন্তর কাঁদালি বাপ যাদু রে।
           কোন বা দেশের ফকির আমি, কোন বা দেশে যাই রে॥
কালু :    গতর তোমার মোষের মত।
           মোষের মতন গতর তোমার খেটে খেতে পার না রে॥
           অন্তর কাঁদালি বাপ যাদু রে॥
ফকির : [কি বল্‌লি বেটা! জানিস, আমি পাথর চাপ্‌ড়ীর দাতা বাবার আস্তানায় থাকি।
কালু :   পাথর চাপ্‌ড়ীর নাম করে, বেশ করে খেচো রে।
           অন্তর কাঁদালি বাপ যাদু রে॥
           দিনে বাড়ি দেখে রাখ, রাতে তুমি ঢোক রে॥
           অন্তর কাঁদালি বাপ যাদু রে।
           তুমি যদি ফকির, বল আমার নামটি কি রে॥
           অন্তর কাঁদালি বাপ যাদু রে॥
           নাম যদি বলতে পার, তবেই জানব ফকির রে॥
           অন্তর কাঁদালি বাপ যাদু রে।
ফকির : তোর নামটি কালু বটে, এই তো বলে দিলাম রে।
           অন্তর কাঁদালি বাপ যাদু রে।
কালু :   কালপারা রং দেখে বেশ বলে দিলে রে।
           অন্তর কাঁদালি বাপ যাদু রে।
           আন্দাজের মেলে ঢিল বেশ লেগে গেল রে।
           অন্তর কাঁদালি বাপ যাদু রে।
           কি জন্যে ঘুরছি আমি যদি বলতে পার রে।
           অন্তর কাঁদালি বাপ যাদু রে।
           তবেই জানব ফকির তুমি, ফকির বলে মানব রে॥
           অন্তর কাঁদালি বাপ যাদু রে॥