শিরোনাম:
অন্তর কাঁদালি বাপ যাদু রে।
বিষয়: নজরুল সঙ্গীত (লেটো পালা: কুলসুম)।
ফকির : অন্তর কাঁদালি বাপ যাদু রে।
কোন বা দেশের ফকির আমি, কোন বা দেশে যাই রে॥
কালু : গতর তোমার মোষের মত।
মোষের মতন গতর তোমার খেটে খেতে পার না রে॥
অন্তর কাঁদালি বাপ যাদু রে॥
ফকির : [কি বল্লি বেটা! জানিস, আমি পাথর চাপ্ড়ীর দাতা বাবার আস্তানায় থাকি।
কালু : পাথর চাপ্ড়ীর নাম করে, বেশ করে খেচো রে।
অন্তর কাঁদালি বাপ যাদু রে॥
দিনে বাড়ি দেখে রাখ, রাতে তুমি ঢোক রে॥
অন্তর কাঁদালি বাপ যাদু রে।
তুমি যদি ফকির, বল আমার নামটি কি রে॥
অন্তর কাঁদালি বাপ যাদু রে॥
নাম যদি বলতে পার, তবেই জানব ফকির রে॥
অন্তর কাঁদালি বাপ যাদু রে।
ফকির : তোর নামটি কালু বটে, এই তো বলে দিলাম রে।
অন্তর কাঁদালি বাপ যাদু রে।
কালু : কালপারা রং দেখে বেশ বলে দিলে রে।
অন্তর কাঁদালি বাপ যাদু রে।
আন্দাজের মেলে ঢিল বেশ লেগে গেল রে।
অন্তর কাঁদালি বাপ যাদু রে।
কি জন্যে ঘুরছি আমি যদি বলতে পার রে।
অন্তর কাঁদালি বাপ যাদু রে।
তবেই জানব ফকির তুমি, ফকির বলে মানব রে॥
অন্তর কাঁদালি বাপ যাদু রে॥
-
রচনাকাল: ১৯১০-১৯১২ খ্রিষ্টাব্দ (১৩১৭-১৩১৯ বঙ্গাব্দ)। বরধ্মান জেলার
চুরুলিয়া গ্রামে, নজরুলের ১১ থেকে ১৩ বৎসর বয়সের রচনা।
- গ্রন্থ:
- দুখুমিয়ার লেটো গান। 'কুলসুম' পালা। প্রথম দৃশ্য।
ষষ্ঠ দৃশ্যান্তর। প্রথম গান। ফকির
ও কালুর গান সংকলক ও
সম্পাদক: মুহম্মদ আয়ুব হোসেন। বিশ্বকোষ পরিষদ। নজরুল ফাউন্ডেশন। ১৯
অগ্রহায়ণ ১৪১০, ৬ ডিসেম্বর ২০০৩। পৃষ্ঠা: ২১৬-২১৭।
- নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট।
তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০০৩। লেটোগান। গান সংখ্যা
২৭৭৮]
- বিষয়াঙ্গ: লোককাহিনি অবলম্বনে রচিত 'কুলসুম' পালার
সপ্তম গান। ভণিতা নাই।