শিরোনাম:
কি চিকিৎসা কর্লি বেটা ভুতুম কবিরাজ।
বিষয়: নজরুল সঙ্গীত (লেটো পালা: বিদ্যা ভুতুম)।
কি চিকিৎসা কর্লি বেটা ভুতুম কবিরাজ।
গোবেদে রে, গোবেদে তুই, তোর ফাঁসি হলো আজ।
যাহার কর্ম তারেই সাজে,
অন্যে করলে ঠরকা বাজে,
আমি সব চিকিৎসা করতে পারি,
আমি ফুলো গলে মুগুর মারি
আমি মহামারি ভাল করি, প্লেগ সারাই গো॥
মেডিকেল কলেজের ছাত্র এসে,
চিকিৎসা শেখে কাছে বসে,
কত বিদ্যা আমার আছে, কেউ কি তা জানে গো॥
যাহাদের হয়েছে রোগ,
মোর কাছে লও মুষ্ঠি যোগ,
তু বেটা আস্ত বুদ্ধু, ভ্রমর কবি বলে গো॥
-
রচনাকাল: ১৯১০-১৯১২ খ্রিষ্টাব্দ (১৩১৭-১৩১৯ বঙ্গাব্দ)। বরধ্মান জেলার
চুরুলিয়া গ্রামে, নজরুলের ১১ থেকে ১৩ বৎসর বয়সের রচনা।
- গ্রন্থ:
- দুখুমিয়ার লেটো গান। 'বিদ্যা ভুতুম' পালা গান। প্রথম দৃশ্যান্তর।
প্রথম গান। বুড়োর গান। সংকলক ও
সম্পাদক: মুহম্মদ আয়ুব হোসেন। বিশ্বকোষ পরিষদ। নজরুল ফাউন্ডেশন। ১৯
অগ্রহায়ণ ১৪১০, ৬ ডিসেম্বর ২০০৩। পৃষ্ঠা: ২৫৯-২৬০।
- নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট।
তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০০৩। লেটোগান। গান সংখ্যা ২৮০১]
- বিষয়াঙ্গ: লোককাহিনি অবলম্বনে রচিত 'বিদ্যা ভুতুম' তৃতীয় গান।
ভণিতা নাই।