শিরোনাম: কি চিকিৎসা কর্‌লি বেটা ভুতুম কবিরাজ।
বিষয়: নজরুল সঙ্গীত (লেটো পালা: বিদ্যা ভুতুম‌‌)।
কি চিকিৎসা কর্‌লি বেটা ভুতুম কবিরাজ।
গোবেদে রে, গোবেদে তুই, তোর ফাঁসি হলো আজ।
        যাহার কর্ম তারেই সাজে,
        অন্যে করলে ঠরকা বাজে,
    আমি সব চিকিৎসা করতে পারি,
    আমি ফুলো গলে মুগুর মারি
আমি মহামারি ভাল করি, প্লেগ সারাই গো॥
        মেডিকেল কলেজের ছাত্র এসে,
        চিকিৎসা শেখে কাছে বসে,
কত বিদ্যা আমার আছে, কেউ কি তা জানে গো॥
        যাহাদের হয়েছে রোগ,
        মোর কাছে লও মুষ্ঠি যোগ,
তু বেটা আস্ত বুদ্ধু, ভ্রমর কবি বলে গো॥