শিরোনাম: (আমি) রাজকন্যার খোঁজে যাব সাত সাগর পার।
বিষয়: নজরুল সঙ্গীত (লেটো পালা: হারাধনের বিয়ে [বিয়ে পাগলা ছেলে])।
(আমি)   রাজকন্যার খোঁজে যাব সাত সাগর পার।
            বিজন, গহন বন পেরিয়ে খুঁজব বারে-বার॥
                    কোথায় আমি পাব তারে,
                    কোন গাঁয়ে কোন দীঘির ধারে,
            রঙিন শাড়ির আঁচলখানি উড়ছে কোথা তার॥
                    তেপান্তরের মাঠ বুঝি এই,
                    পেরিয়ে যাব ভর দুপুরেই
            ঐ যে দূরে গাঁ খানি ভাই অশত্থ গাছে আড়॥
                    নজরুল এসলামে বলে,
                    ঐ গাঁয়ে ভাই যাও হে চলে,
            ঐ গাঁয়ে এক কন্যা আছে, হবে যে তোমার॥