শিরোনাম: ওরে ও বাঁশরি ছোঁড়া
বিষয়: নজরুল সঙ্গীত (লেটো পালা: হারাধনের বিয়ে [বিয়ে পাগলা ছেলে])।
ওরে ও বাঁশরি ছোঁড়া,
তু অতি বদের গোড়া,
বসেছিস্‌ ঘাটের মাথায়॥
দেখ্‌ছিস্‌ মোরা নারী,
ঘাটে নেমে জল সারি,
গা-মাথার কাপড় স'রে যায়॥
ওরে ছোঁড়া যা রে স'রে,
মোরা যাই চান করে,
বসবি আবার এ ছায়ায়॥
ভ্রমর কবিতে ভনে,
আসরে লেটোর গানে,
ও ছোঁড়ার যাবার ইচ্ছা নাই॥