শিরোনাম: ও সোনার
ভাবীরে, কি উপায় করি রে
বিষয়: নজরুল সঙ্গীত (লেটো গান)।
দেওরা : ও সোনার
ভাবীরে, কি উপায় করি রে
তোর সনে মোর ভাব রাখা দায়
ঘরে আছে, বাঘের মতন ভাই।
তার সামনে, পড়লে পরে,
আর তো রেহাই নাই॥
বাড়ি আছে মা ডাইনি,
আছে ছোট বোন,
চোখে চোখে রাখে তারা
ছাড়ে না কখন,
ঘরের লোকে, বাদী হলে,
এড়ান নাহি যায়॥
ভাবী:
ও সাধের দেওরা রে,
ও ছোট দেওরা, তোর্ রাখ্না কথা
পরানে সয়না রে।
ভাতার গিয়েছে ধান কাটতে,
তাকে বাঘে ধরে খাক,
সাধের দেওরা বেঁচে থাক,
শাশুড়ি ননদি হলো পথের কাঁটা
পাড়া পড়্শীর মুখে আগুন, মারি মুড়ো ঝাঁটা,
এমন করে জ্বালাস নারে তুই,
ও তোর ধরি দুটি পায়রে,
ও সাধের দেওরা রে।
উভয়ে: দেওরা-ভাবী মন দিয়েছি মনে,
রস পীরিতে প্রেমের আলাপনে,
ভোমর কবি আসরে গীত গানে,
প্রেম পীরিত রস গায় রে॥
-
রচনাকাল: ১৯১০-১৯১২ খ্রিষ্টাব্দ (১৩১৭-১৩১৯ বঙ্গাব্দ)। বরধ্মান জেলার
চুরুলিয়া গ্রামে, নজরুলের ১১ থেকে ১৩ বৎসর বয়সের রচনা।
- গ্রন্থ:
- দুখুমিয়ার লেটো গান। ডুয়েট গান ।
[২]। সংকলক ও সম্পাদক: মুহম্মদ আয়ুব হোসেন।
বিশ্বকোষ পরিষদ। নজরুল ফাউন্ডেশন। ১৯ অগ্রহায়ণ ১৪১০, ৬ ডিসেম্বর ২০০৩।
পৃষ্ঠা: ৪০৭-৪০৮।
- বিষয়াঙ্গ: দ্বৈত সঙ্গীত। সংলাপধর্মী। ভণিতা 'ভ্রমর কবি'।