শিরোনাম: এসো এসো, কাছে
এসো, হৃদয় রতন
বিষয়: নজরুল সঙ্গীত (লেটো গান)।
এসো এসো, কাছে এসো, হৃদয় রতন।
ডাকি তোমা বারে বারে, করি নিবেদন॥
এই নিবেদন করি, আমি তোমারে,
এসো এসো অভাগিনীর হৃদয় মন্দিরে,
তুমি আমার, হৃদে গাঁথা , হৃদয়ের ধন॥
ভক্তি ভাবে ডাক্লে, পাবে
বন্ধুর দরশন,
ডাক যদি উচ্চস্বরে, করে একিন মন,
অ-রসিকে মিলবে কেন, হবে জ্বালাতন॥
বন্ধুর চরণ করি শরণ,
পাবার আশে, এক মনেতে, কবি সাধন,
মনের উল্লাসে
[নজরুল] এসলামে বলে,
পরের কথায় দিয়ো না লো মন॥
-
রচনাকাল: ১৯১০-১৯১২ খ্রিষ্টাব্দ (১৩১৭-১৩১৯ বঙ্গাব্দ)। বরধ্মান জেলার
চুরুলিয়া গ্রামে, নজরুলের ১১ থেকে ১৩ বৎসর বয়সের রচনা।
- গ্রন্থ:
- দুখুমিয়ার লেটো গান। লেটো গান। রাধা-কৃষ্ণ বিষয়ক গান। ৮ম
গান। সংকলক ও সম্পাদক: মুহম্মদ আয়ুব হোসেন। বিশ্বকোষ পরিষদ। নজরুল
ফাউন্ডেশন। ১৯ অগ্রহায়ণ ১৪১০, ৬ ডিসেম্বর ২০০৩। পৃষ্ঠা: ৩৯৮।
- নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট।
তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০০৩। লেটোগান। গান সংখ্যা
২৮৯৫]
- বিষয়াঙ্গ: চাপান সং।
নাম পাওয়া যায় নি। ভণিতা 'এসলাম'।