শিরোনাম: কোথা পাব বল না পাখি, আমার চলার সাথি।
বিষয়: নজরুল সঙ্গীত (লেটো পালা: বনের মেয়ে পাখি)।
কোথা পাব বল না পাখি, আমার চলার সাথি।
দিখা হলে বলিস তারে কাটে না মোর রাতি॥
জেগে জেগে কাটে রাতি পরান আমার মানে না,
মনের আগুন জ্বলে দ্বিগুণ আর পরানে ত' সহে না,
দিখ্‌না পাখি মনের মাঝে, জ্বলে মোমের বাতি॥