শিরোনাম: এসো
আপে বারি, ডাকি বারে বার।
বিষয়: নজরুল সঙ্গীত (লেটো গান)।
এসো আপে বারি, ডাকি বারে বার।
পড়েছে মুসিবতে, করহ উদ্ধার॥
রোদন করে, ডাকি আমি উচ্চস্বরে,
দেখা দাও ওগো বারি এ গুনাহ্গারে
দর্শন বিনে তোমারে, কাঁদি জারে জার॥
একিন মনে ডাকি তোমায় ওগো এলাহী,
দয়া করে, এ অধীনে, দেখা দাও বারি,
নহিলে এ প্রাণ বধি, তরেতে তোমার॥
নিরঞ্জন, নৈরাকার, তুমি করতার,
তোমা বিনে, দো-জাহানে, কেবা আছে আর,
রাখিতে, মারিতে পার, তোমার এখতিয়ার॥
- রচনাকাল: ১৯১০-১৯১২ খ্রিষ্টাব্দ (১৩১৭-১৩১৯ বঙ্গাব্দ)।
বরধ্মান জেলার
চুরুলিয়া গ্রামে, নজরুলের ১১ থেকে ১৩ বৎসর বয়সের রচনা।
- গ্রন্থ:
- দুখুমিয়ার লেটো গান। লেটো গান। ইসলামী
গান। ১ম গান।
সংকলক ও সম্পাদক: মুহম্মদ আয়ুব হোসেন। বিশ্বকোষ পরিষদ। নজরুল ফাউন্ডেশন। ১৯
অগ্রহায়ণ ১৪১০, ৬ ডিসেম্বর ২০০৩। পৃষ্ঠা: ৩৯১-৩৯২।
- নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট।
তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০০৩। গান সংখ্যা ২৮৭৮]
- বিষয়াঙ্গ: ইসলামী গান। ভণিতা নাই।