শিরোনাম: কবে সে মদিনার
পথে, গিয়াছে সুজন
বিষয়: নজরুল সঙ্গীত (লেটো গান)।
কবে সে মদিনার পথে, গিয়াছে সুজন।
বহায়ে নয়ন বারি, ভিজিল বসন॥
রোমজানের ঐ চাঁদ নবী,
পাঠাইলেন নুরের খুবী,
পাগল করে আমার হিয়া করেছে হরণ॥
পশুপাখি তরুলতা,
তারা শুধায় পারের কথা,
আমি একলা বসে ভাব্ছি হেথা নবীজীর কারণ॥
বেড়ায় আমি পথে পথে,
খুঁজে না পাই মদিনাতে,
কোথায় গেলেন পাক মোস্তফা অমূল্য রতন॥
- রচনাকাল: ১৯১০-১৯১২ খ্রিষ্টাব্দ (১৩১৭-১৩১৯ বঙ্গাব্দ)।
বরধ্মান জেলার
চুরুলিয়া গ্রামে, নজরুলের ১১ থেকে ১৩ বৎসর বয়সের রচনা।
- গ্রন্থ:
- দুখুমিয়ার লেটো গান। লেটো গান। ইসলামী
গান। ৭ম গান।
সংকলক ও সম্পাদক: মুহম্মদ আয়ুব হোসেন। বিশ্বকোষ পরিষদ। নজরুল ফাউন্ডেশন। ১৯
অগ্রহায়ণ ১৪১০, ৬ ডিসেম্বর ২০০৩। পৃষ্ঠা: ৩৯৩।
- নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট।
তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০০৩। গান সংখ্যা ২৮৮২]
- নজরুল-সঙ্গীত স্বরলিপি
ঊনপঞ্চাশতম খণ্ডে। স্বরলিপিকার: ইদ্রিস আলী। কবি নজরুল ইন্সটিটিউট,
কার্তিক ১৪২৬। নভেম্বর ২০১৯। পৃষ্ঠা: ৩৪-৩৬
[নমুনা]
- রেকর্ড:
টুইন। জানুয়ারি ১৯৪১ (পৌষ-মাঘ ১৩৪৭)।
এফটি ১৩৫০৮। শিল্পী:
দুলিবিবি।
- স্বরলিপি ও স্বরলিপিকার:
- ইদ্রিস আলী। ১৯৪১ খ্রিষ্টাব্দের জানুয়ারি মাসে টুইন রেকর্ড কোম্পানি থেকে প্রকাশিত গানের [শিল্পী: দুলিবিবি] সুরানুসারে স্বরলিপিটি নজরুল-সঙ্গীত স্বরলিপ
ঊনপঞ্চাশতম খণ্ডে
অন্তর্ভুক্ত হয়েছে।
[নমুনা]
- পর্যায়
- বিষয়াঙ্গ: ভক্তি [ইসলামী গান। নাত-এ-রসুল, আক্ষেপ], লেটোদলের গান
- সুরাঙ্গ: ভাটিয়ালি-অঙ্গ
- গ্রহস্বর:
গ