শিরোনাম: আল্লা আমার
মাথার মুকুট, রসুল গলার হার
বিষয়: নজরুল সঙ্গীত (লেটো গান)।
আল্লা আমার মাথার মুকুট, রসুল গলার হার।
ঐ নামেতে মন উথলা, জপি বারে বার॥
আমার হাতের বালা-সোনা,১
হাসান হোসেন মা ফাতেমা,
আঙ্গুলের অঙ্গুরী আমার, নবীর চার ইয়ার॥
নামাজ আমর উড়না শাড়ি,
তাতে আমার মানায় ভারী,
হজ, জাকাত করতে নারি, কলেমা করেছি সার॥
সোনার কলেমা হৃদে গাঁথা,
তাহাতে নূর আছে বাঁধা,
নূর-ঊন-নূর আর নবীজীর নুর, হৃদয় একাকার॥
**১. চুড়ি সোনা
- ভাবসন্ধান: এই গানে উপস্থাপিত
হয়েছে, নানা উপমায় ইসলাম ধর্মের প্রতি কবির পরম
আনুগত্য, ইসলাম ধর্মের শ্রদ্ধেয়
ব্যক্তিবর্গের প্রতি ভক্তি, ইসলামের ধর্মের পাঁচটি স্তম্ভ হিসেবে বিবেচিত- কলেমা,
নামাজ, রোজা, হজ ও জাকাত পালনে নিষ্ঠাবান হওয়া।
ইসলাম ধর্মমতে ইমানের প্রথম
অংশ হলো- আল্লাহ এক ও অদ্বিতীয়, দ্বিতীয় অংশ- হজরত মুহম্মদ (সাঃ)-কে তাঁর
প্রেরিত রসুল হিসেবে স্বীকার করে নেওয়া। গানটির স্থায়ীতে এই বিষয়টি রূপকতার
আশ্রয়ে। কবির কাছে আল্লাহ তাঁর মাথার মুকুট এবং রসুল তাঁর কণ্ঠহার স্বরূপ।
আল্লাহ এবং রসুলের নামে কবি মাতোয়ারা। তাই এঁদের নাম জপেন বারা বার।
গানটির প্রথম অন্তরাতে কবি নবীর দৌহিত্র হাসান ও হোসেন এবং নবীর কন্যা ফাতেমা (হাসান-হোসেনর
মা), তাঁর হাতের স্বরণ-কঙ্কনের মতো প্রিয় এবং নবীর চার ইয়ার (চার খলিফা) তাঁর
কাছে আঙ্গুলের আংটির মতো।
গানটির দ্বিতীয় অন্তরাতে ইসলাম ধর্মের পালনীয়
আচারকে তুলেছেন। তিনি তাঁর অঙ্গাবরণ বা উড়নার সাথে তুলনা করেছেন। কারণ ইসলাম
ধর্মের নিষ্ঠাবানের জন্য উড়নার আভরণ স্বরূপ। হাজ ও জাকাত কবি স্বল্প আয়ের
মানুষ, তিনি জাকাত দিতে না পারলে, হজ পালন না করলেও- কলেমাকে
জীবনের মূলমন্ত্র হিসেবে গ্রহণ করেছেন। যা তাঁর হৃদয়ে রয়েছেচ গাঁথা। আল্লাহ
হলেন- নূর-ঊন-নূর (সকল জোতির জ্যোতি)। তাঁর জ্যোতি
আর নবীর জ্যোতি একাকার হয়ে আছে তাঁর হৃদয়।
- রচনাকাল: ১৯১০-১৯১২ খ্রিষ্টাব্দ (১৩১৭-১৩১৯ বঙ্গাব্দ)।
বরধ্মান জেলার
চুরুলিয়া গ্রামে, নজরুলের ১১ থেকে ১৩ বৎসর বয়সের রচনা।
- গ্রন্থ:
- দুখুমিয়ার লেটো গান। লেটো গান। ইসলামী
গান। ১০ম গান।
সংকলক ও সম্পাদক: মুহম্মদ আয়ুব হোসেন। বিশ্বকোষ পরিষদ। নজরুল ফাউন্ডেশন। ১৯
অগ্রহায়ণ ১৪১০, ৬ ডিসেম্বর ২০০৩। পৃষ্ঠা: ৩৯৪-৩৯৫।
- নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট।
তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০০৩। গান সংখ্যা ২৮৮৪]
- বিষয়াঙ্গ: ইসলামী গান। ভণিতা নাই।