শিরোনাম: কালা, আমার
নীলাম্বরী ভিজিয়ে দিলে যমুনার জলে
বিষয়: নজরুল সঙ্গীত (লেটো গান)।
কালা, আমার নীলাম্বরী ভিজিয়ে দিলে যমুনার জলে।
হায়, কি বলিব, ননদীকে, কারণ শুধালে॥
এ কি খেলা ছিঃ ছিঃ হরি,
পথে কেন, এ খুনসুড়ি,
আমার হাত ধরিয়ে, ভাঙ্লে চুড়ি, গাগরি১ উছলে॥
**১. কলসি
- রচনাকাল: ১৯১০-১৯১২ খ্রিষ্টাব্দ (১৩১৭-১৩১৯ বঙ্গাব্দ)।
বরধ্মান জেলার
চুরুলিয়া গ্রামে, নজরুলের ১১ থেকে ১৩ বৎসর বয়সের রচনা।
- গ্রন্থ:
- দুখুমিয়ার লেটো গান। লেটো গান। রাধা-কৃষ্ণ বিষয়ক
গান। ৪র্থ গান।
সংকলক ও সম্পাদক: মুহম্মদ আয়ুব হোসেন। বিশ্বকোষ পরিষদ। নজরুল ফাউন্ডেশন। ১৯
অগ্রহায়ণ ১৪১০, ৬ ডিসেম্বর ২০০৩। পৃষ্ঠা: ৩৯৭।
- নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট।
তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০০৩। গান সংখ্যা ২৮৯১]
- বিষয়াঙ্গ: রাধা-কৃষ্ণ বিষয়ক গান। ভণিতা নাই।