শিরোনাম: কোন ঘাটে চান করলি কানাই, গামছা কোথা হারালি
বিষয়: নজরুল সঙ্গীত (লেটো গান)।
কোন ঘাটে চান করলি কানাই, গামছা কোথা হারালি।
ঐ যমুনার কূলে বসে, কেন বাঁশি বাজালি॥
            ষোলশো যে তোর গোপিনী,
            চুরি করলে গামছাখানি,
বলাইদাদার গামছাখানি কেন অগাধ জলে ভাসালি॥
            মা যশোদা পিতা নন্দ,
            কেঁদে কেঁদে হলো অন্ধ,
গোপীনাথ, সবার প্রাণগোবিন্দ, কেন রাধিকাকে কাঁদালি॥