শিরোনাম: ও স্বপনপুরের রাজকুমার শোন শোন
বিষয়: নজরুল সঙ্গীত (লেটো গান)।
ছেলে : ও স্বপনপুরের রাজকুমার শোন শোন।
মেয়ে : ও চাঁদের দেশের, চাঁদের হাসি, আমায় ডাক কেন॥
তুমি এসো না কাছে, আমি আধফোটা ফুল,
ছেলে : দখিনা মলয় আমি, দেব দুলদুল,
মেয়ে : আজিকে, আমার মধু ফাল্গুনে
কেন লাজের বাঁধন ধরে টানো॥
- রচনাকাল: ১৯১০-১৯১২ খ্রিষ্টাব্দ (১৩১৭-১৩১৯ বঙ্গাব্দ)।
বরধ্মান জেলার
চুরুলিয়া গ্রামে, নজরুলের ১১ থেকে ১৩ বৎসর বয়সের রচনা।
- গ্রন্থ:
- দুখুমিয়ার লেটো গান। ডুয়েট গান। ৪র্থ গান।
সংকলক ও সম্পাদক: মুহম্মদ আয়ুব হোসেন। বিশ্বকোষ পরিষদ। নজরুল ফাউন্ডেশন। ১৯
অগ্রহায়ণ ১৪১০, ৬ ডিসেম্বর ২০০৩। পৃষ্ঠা: ৪০৬।
- নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট।
তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০০৩। গান সংখ্যা ২৯১৭]
- বিষয়াঙ্গ: দ্বৈত সঙ্গীত (প্রেম)। ভণিতা নাই।