শিরোনাম: কথা কও না কেন বউ, আমার মনটা
কেমন করছে
বিষয়: নজরুল সঙ্গীত (লেটো গান)।
কথা কও না কেন বউ, আমার মনটা কেমন করছে।
কথা কও না কেন বউ, আমার প্রাণটা ছেড়ে পড়ছে॥
তুমি আমার বেগুন পোড়া,
আমি তোমার সজনে খাড়া,
তুমি আমার বাঘা তেঁতুল, আমি তোমার উচ্ছে॥
- রচনাকাল: ১৯১০-১৯১২ খ্রিষ্টাব্দ (১৩১৭-১৩১৯ বঙ্গাব্দ)।
বরধ্মান জেলার
চুরুলিয়া গ্রামে, নজরুলের ১১ থেকে ১৩ বৎসর বয়সের রচনা।
- গ্রন্থ:
- দুখুমিয়ার লেটো গান। হাসির গান।
১ম গান।
সংকলক ও সম্পাদক: মুহম্মদ আয়ুব হোসেন। বিশ্বকোষ পরিষদ। নজরুল ফাউন্ডেশন। ১৯
অগ্রহায়ণ ১৪১০, ৬ ডিসেম্বর ২০০৩। পৃষ্ঠা: ৪০৮।
- নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট।
তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০০৩। গান সংখ্যা ২৯২১]
- বিষয়াঙ্গ: হাসির গান। ভণিতা নাই।