শিরোনাম: আমার বিয়ের শখ মিটেছে, দাদার বিয়ে দিয়ে
বিষয়: নজরুল সঙ্গীত (লেটো গান)।
আমার বিয়ের শখ মিটেছে, দাদার বিয়ে দিয়ে।
আমি করব না আর বিয়ে, আমি করব না আর বিয়ে॥
            একালকার যত নারী,
            মুখ নয়, সব তৈলো হাঁড়ি,
আলতা সিঁদুর পরছে তারা, বাক্‌সো বাঁধা দিয়ে॥
            বিয়ে করে কত মজা,
            জানে সেই দাদা শালা,
কেমন বকশিস্ পাচ্ছে দাদা, ঝাঁটাপিটা দিয়ে॥
            দাদারা সব সয়তে পারে,
            একটা ছাড়া দশটা করে,
আমি বাবা রোগা ছাগল, পালায় বাগান দিয়ে॥
**১. আমি বাবা রোগা পেন্দা পালায় বাগান দিয়ে।