শিরোনাম: চন্দ্র এক, কেবল একা, আপে নৈরাকার।
বিষয়: নজরুল সঙ্গীত (লেটো গান)।
 
চন্দ্র এক, কেবল একা, আপে নৈরাকার।
পক্ষ দুই, দীন মোহাম্মদ, যাঁর জন্য সংসার॥
নেত্র তিনে, বলা কঠিন হে ব্রহ্ম বিষ্ণু মহেশ্বর।
তিন তারেতে, পেয়েছে খবর কবিরাজ ডাক্তার॥
উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম হে, দেখ আছে যুগ চার।
আর আতস্, খাক্ বাদে তিন চারে হয় বার॥
বাণ পাঁচে, পাঞ্জেগানা হে, মমিন তাহে আদায় কর।
রস ছয়ে, ছয় রিপু, দেহের মাঝার॥
সাত তবক, আসমান জমিন হে, দেখ আছে সাত বার।
সাত সমুদ্র, সাত দরিয়া, দেহের মাঝার॥
বসু আটে, আট বেহেশ্‌ত হে, সাদ্দাদের এক ধর।
গ্রহে নয়ে, নয় দরজা দেহের মাঝার॥
দিক দশে, শূন্য দিয়ে হে, মমিন হাতে একাধর।
ভ্রমর কয় একের হুকুম রাখা হলো ভার॥