শিরোনাম: অঙ্গদ, পাদপ পাথর আনিল বিস্তর।
বিষয়: নজরুল সঙ্গীত (লেটোগান: মেঘনাদ বধ)।
অঙ্গদ, পাদপ পাথর আনিল বিস্তর।
সজোরে হানিল তার রথের উপর॥
স্বর্ণ রথ বিচূর্ণ হইল তখনি।
মেঘের আড়ালে গিয়ে লুকায় রাবণি॥