শিরোনাম: গদা ও শ্যামা আজি সেনাপতি সাজে।
বিষয়: নজরুল সঙ্গীত (লেটো পালা: রাজা যুধিষ্ঠির)।
গদা ও শ্যামা আজি সেনাপতি সাজে।
মহারাজের সাড়া পেয়ে বাদ্যসকল বাজে॥
দামামা নাকাড়া আদি অসংখ্য বাজনা।
বাজিতেছে ভীমরবে নাহি যায় গোনা।
        লক্ষ লক্ষ সেন্যরাজি,
        চলিতেছে দেখিয়াছি,
তাদের দেখে, আতঙ্কে যম পালায় লাজে॥
যাইতেছে সৈন্য সকল মহা সমারোহে।
পৃথিবী যেন তাহাদের ভার নাহি সহে।
        মাতিয়া সব বীরমদে,
        চলিতেছে পদে পদে,
পতাকা পৎ পৎ শব্দে, উড়ে সৈন্য মাঝে॥
নজরুল এসলাম বলে ধন্য সৈন্য তরে।
কার সাধ্য এই সৈন্য পরাজিত করে।
        দেখিয়া সৈন্যদের দম্ভ,
        হইতেছে ভূমিকম্প,
অশ্বগণে করে লম্ফ, সৈন্যদের মাঝে॥