শিরোনাম:
গদা ও শ্যামা আজি সেনাপতি সাজে।
বিষয়: নজরুল সঙ্গীত (লেটো পালা: রাজা যুধিষ্ঠির)।
গদা ও শ্যামা আজি সেনাপতি সাজে।
মহারাজের সাড়া পেয়ে বাদ্যসকল বাজে॥
দামামা নাকাড়া আদি অসংখ্য বাজনা।
বাজিতেছে ভীমরবে নাহি যায় গোনা।
লক্ষ লক্ষ সেন্যরাজি,
চলিতেছে দেখিয়াছি,
তাদের দেখে, আতঙ্কে যম পালায় লাজে॥
যাইতেছে সৈন্য সকল মহা সমারোহে।
পৃথিবী যেন তাহাদের ভার নাহি সহে।
মাতিয়া সব বীরমদে,
চলিতেছে পদে পদে,
পতাকা পৎ পৎ শব্দে, উড়ে সৈন্য মাঝে॥
নজরুল এসলাম বলে ধন্য সৈন্য তরে।
কার সাধ্য এই সৈন্য পরাজিত করে।
দেখিয়া সৈন্যদের দম্ভ,
হইতেছে ভূমিকম্প,
অশ্বগণে করে লম্ফ, সৈন্যদের মাঝে॥
-
রচনাকাল: ১৯১০-১৯১২ খ্রিষ্টাব্দ (১৩১৭-১৩১৯ বঙ্গাব্দ)। বরধ্মান জেলার
চুরুলিয়া গ্রামে, নজরুলের ১১ থেকে ১৩ বৎসর বয়সের রচনা।
- গ্রন্থ:
- দুখুমিয়ার লেটো গান। চাপান সং।
রাজা যুধিষ্ঠির।
প্রথম দৃশ্যান্তর।
প্রথম গান।
যৌথ কণ্ঠের (গদা ও শ্যামা)
গান। সংকলক ও
সম্পাদক: মুহম্মদ আয়ুব হোসেন। বিশ্বকোষ পরিষদ। নজরুল ফাউন্ডেশন। ১৯
অগ্রহায়ণ ১৪১০, ৬ ডিসেম্বর ২০০৩। পৃষ্ঠা: ১৫৯।
- নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট।
তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০০৩। লেটোগান। গান সংখ্যা ২৬১০]
- বিষয়াঙ্গ:
মহাভারতের কাহিনি
অবলম্বনে রচিত 'রাজা যুধিষ্ঠির' পালার চাপান
সং'-এর
চতুর্থ গান। ভণিতা
'নজরুল এসলাম'।