কাজী নজরুল ইসলামের
২০ বৎসর অতিক্রান্ত বয়স
১৩২৬ বঙ্গাব্দের ১০ই জ্যৈষ্ঠ (শনিবার ২৪শে মে ১৯১৯ খ্রিষ্টাব্দ) নজরুলের ১৯ বৎসর বয়স পূর্ণ হয়েছিল। আর তাঁর ২০ বৎসরে বয়সের সূচনা হয়েছিল, ১৩২৬ বঙ্গাব্দের ১১ই জ্যৈষ্ঠ (রবিবার ২৫শে মে ১৯১৯ খ্রিষ্টাব্দ)। আর ২০ বৎসর পূর্ণ হয়েছিল ১৩২৭ বঙ্গাব্দের ১০ই জ্যৈষ্ঠ (শনিবার ২৪শে মে ১৯২০ খ্রিষ্টাব্দ)।
নজরুলের সঙ্গীত রচনার দ্বিতীয় পর্ব শুরু হয়েছিল ২০ বৎসর অতিক্রান্ত বয়স। এই সময়ে রচিত নতুন ২টি গানের সন্ধান পাওয়া যায়। কালানুক্রমিক সংখ্যার বিচারে এই গানগুলোকে ১-২ সংখ্যামানে নির্ধরাণ করা হয়েছে। এই মান নির্ধারণ করা হয়েছে, রচনাকাল ও প্রথম প্রকাশের উপর ভিত্তি করে।