বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: অচেনা সুরে অজানা পথিক
রাগ: পিলু, তাল: কাহার্‌বা

অচেনা সুরে অজানা পথিক
                নিতি গেয়ে যায় করুণ গীতি।
শুনিয়া সে গান দু'লে ওঠে প্রাণ
                জেগে ওঠে কোন্ হারানো স্মৃতি॥
ঘুরিয়া মরে উদাসী সে সুর
সাঁঝের কূলে বিষাদ-বিধুর,
নীড়ে যেতে হায় পাখি ফিরে চায়,
                আবেশে ঝিমায় কুসুম-বীথি॥