বিষয়:
নজরুল সঙ্গীত।
শিরোনাম :
অনেক মানিক আছে শ্যামা তোর কালোরূপ-সাগরজলে
অনেক মানিক আছে শ্যামা তোর কালোরূপ-সাগরজলে
আমার বুকের মানিক কেড়ে রাখ্লি কোথায় দে মা ব’লে॥
কত লতার কোল ক’রে খালি, ফুলের অর্ঘ্য১ নিস্ মা কালি
(মোর) সারা বনের একটী কুসুম আছে কি ঐ চরণ-তলে॥
একখানি মুখ খুঁজি মাগো তোর কণ্ঠের মুণ্ডমালায়
একটিবার মা সে মুখ দেখা, আবার কেড়ে পরিস্ গলায়।
(না হয়) রাখি্স পূজার থালায়।
অনন্ত তোর রূপের মাঝে, সে কোন্ রূপে মা কোথায় রাজে?
মোর নয়ন-তারা তারা হয়ে দোলে কি তোর বুকের কোলে॥
১. ফুলের অর্ঘ্য -এর
পরিবর্তে কবি 'পূজাঞ্জলি' শব্দটিও ব্যবহার করেছেন।
-
রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে কিছু জানা যায় না। ১৯৩৯ খ্রিষ্টাব্দের নভেম্বর (কার্তিক-অগ্রহায়ণ ১৩৪৬)
মাসে, টুইন রেকর্ড কোম্পানি এই গানটির একটি
রেকর্ড প্রকাশ করেছিল। এই সময় নজরুলের বয়স
ছিল ৪০
বৎসর ৫
মাস।
- রেকর্ড:
- টুইন। নভেম্বর ১৯৩৯ (কার্তিক-অগ্রহায়ণ ১৩৪৬)। এফটি ১৩০৬৩। মতিলাল দত্ত