বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: অন্তরে প্রেমের দীপ জ্বলে যার

অন্তরে প্রেমের দীপ জ্বলে যার,
ত্রিভুবনে নাই তার কোথাও আঁধার॥
পথের ধূলি তারই চরণ যাচে
আকাশ কথা কয় তাহারি কাছে,
তা'রি তরে খোলা থাকে সকলের ঘর
                সকলের হৃদয়-দুয়ার॥
কে বলে ভিখারিনী সে ─ কে বলে সে ভিখারি।
ভিক্ষা-ঝুলিতে তার বিশ্ব থাকে ─ ভগবান তাহার দ্বারী॥
তার রীতি বোঝা যায় না
বুকে যার বহে নিতি পিরিতি-জোয়ার॥