বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: আঁচলে হংস-মিথুন আঁকা


    রাগ: ভৈরবী, তাল: কাহার্‌বা

আঁচলে হংস-মিথুন আঁকা
            বলাকা-পে’ড়ে শাড়ি দুলায়ে।
চলিছে কিশোরী শ্যামা একা
            রুমুঝুমু বাজে নূপুর মৃদু পায়ে॥
ভয়ে ভয়ে চলে আধো-আঁধারে
বিরহী বন্ধুর দূর অভিসারে,
পথ কাঁদে যেয়ো না যেয়ো না যেয়ো না ওগো
            থামো ক্ষণেক এ ঠাঁয়ে॥