বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: আবার কেন আগের মত অমন চোখে চাও
আবার কেন আগের মত অমন চোখে চাও যে বিরহ গেছি ভুলে’, ভুলতে তারে দাও॥
শান্ত উদাস আমার আকাশ
নাই সেথা আর মেঘের আভাস, নির্মল সে-আকাশ কেন বাদল-মেঘে ছাও॥
বিপুল ধরার দূর নিরালায়
একটুখানি পেয়েছি ঠাঁই, নিঠুর, তুমি আবার আগুন জ্বেলো না সেথাও॥
রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে জানা যায় না। ১৯৩৬ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর
(ভাদ্র-আশ্বিন ১৩৪৩) মাসে, টুইন রেকর্ড কোম্পানি গানটি প্রথম রেকর্ড করে। এই সময় নজরুলের বয়স ছিল ৩৭ বৎসর ৩ মাস।