বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: আমার মানস-বনে ফুটেছে রে শ্যামা-লতার মঞ্জরি
আমার মানস-বনে ফুটেছে রে শ্যামা-লতার মঞ্জরি।
সেই মঞ্জু-বনে ফির্ছে রে তাই ভক্তি-ভ্রমর গুঞ্জরি॥
সেথা আনন্দে দেয় করতালি
প্রেমের কিশোর বনমালী,
সেই লতামূলে শিবের জটার গঙ্গা ঝরে ঝর্ঝরি॥
কোটি তরু শাখা মেলি' এই সে-লতার স্পর্শ চায়,
শিরে ধ'রে ধন্য হ'তে এই শ্যামারই শ্যাম শোভায়।
এই লতারই ফুল-সুবাসে
কোটি চন্দ্র সূর্য হাসে নীল আকাশে,
এই লতার ছায়ায় প্রাণ জুড়াতে ত্রিলোক আছে প্রাণ ধরি'॥
-
ভাবসন্ধান: এই গানে পাওয়া যায় শ্যাম ও শ্যামার দ্বৈত ভক্তি ভাব। এই
গানের শাক্ত গানের শ্যামা মায়ের ভিক্তির সাথে মিশে আছে বৈষ্ণব গানের কিশোর শ্যামের
প্রেমলীলার অনুভব। মিশ্রভাবনার এই গানের অনুভব নিতান্তই কল্প-রূপ চিত্র তৈরি করে।
যা শ্রোতাকে পৌঁছে দেয় কল্প-বাস্তবের এক অনির্বচনীয় অমিয় ধারায়।
কবির মনোবনের ফুটে ওঠে বৃন্দাবনের শ্যামা-লতার মঞ্জরি। তারই আবেশে সেই মনোনন্দিত বনে
বিকশিত প্রেমপুষ্পের মোহে ভক্তি-ভ্রমর গুঞ্জনে মুখর হয়ে ওঠে। সেখানে যেন প্রেমের কিশোর বনমালীর
ধ্বনিত আনন্দ করতালি, রাসোৎসবের মহিমা দান করে। সে বনের লতামূলের আনন্দধারা ঝরে
পড়ে শিবের জটাবাহিত গঙ্গাধারা। আর তার সে প্রেমলতার স্পর্শ পাওয়ার জন্য অগগণ
প্রেমের কল্পতরু শাখা মেলে দেয়।
এ গানের লতা হলো শ্যামার শোভা। তাই শ্যাম সে লতা মাথার মুকুট করে ধন্য হয়ে ওঠে।
সব মিলিয়ে মনোবৃন্দাবন হয়ে ওঠে শ্যামার শোভায় শোভিত। এই প্রেম-সৌন্দর্যে
বিভূষিতা পূষ্প সৌরভে মোহিত হয়ে ওঠে নীল আকাশ। তারই আবেশে অগণন চন্দ্র-সূর্য
সহাস্যে আমোদিত হয়ে ওঠে। যেন এই লতার ছায়ায় ত্রিলোক
হয়ে ওঠে বর্ণ-গন্ধে প্রাণবন্ত।
-
রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৮ খ্রিষ্টাব্দের জুলাই (আষাঢ়-শ্রাবণ ১৩৪৫) মাসে, এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে এই গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৯ বৎসর ১ মাস।
- গ্রন্থ:
নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইন্সটিটিউট, ফেব্রুয়ারি ২০১১। ১০৮৪ সংখ্যক গান।
- রেকর্ড: এইচএমভি [জুলাই ১৯৩৮ (আষাঢ়-শ্রাবণ ১৩৪৫)। এন ১৭১৬২।
শিল্পী: গিরীন চক্রবর্তী
- বেতার:
-
রক্তজবা ।
(গীতিচিত্র),। রচয়িতা: অবিনাশ
বন্দ্যোপাধ্যায়। কলকাতা বেতার কেন্দ্র। ২০ নভেম্বর ১৯৩৯ (সোমবার, ৪ অগ্রহায়ণ ১৩৪৬)।
সান্ধ্য অনুষ্ঠান। সন্ধ্যা ৬.১০।
- সূত্র:
- বেতার জগৎ। ১০ম বর্ষ, ২২শ সংখ্যা। পৃষ্ঠা: ৮৭৭
- নজরুল যখন বেতারে। আসাদুল হক। বাংলাদেশ শিল্পকলা একডেমী। মার্চ ১৯৯৯।
পৃষ্ঠা: ৭৬।
- পর্যায়:
- বিষায়ঙ্গ: ধর্মসঙ্গীত। সনাতন হিন্দু ধর্ম। শাক্ত-বৈষ্ণব। বন্দনা