বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: আমার হৃদয়-শামাদানে জ্বালি’ মোমের বাতি
আমার হৃদয়-শামাদানে জ্বালি’ মোমের বাতি।
নবীজী গো! জেগে’ আমি কাঁদি সারা রাতি॥
আস্মানেরই চাঁদোয়া-তলে
চাঁদ-সেতারার পিদিম১ জ্বলে,
ওরাও যেন খোঁজে তোমায় আমার দুঃখের সাথি২॥
দিনের কাজে পাই না সময় যাই নিরালা রাতে,
তোমায় পাওয়ার পথ খুঁজি গো কোরানের আয়াতে।
তোমায় পেলে পাব খোদায়
তাই শরণ যাচি তোমারি পায়,
পাওয়ার আশে জেগে থাকি প্রেমের শয্যা পাতি’॥
ঝর্লে পাতা, ডাক্লে পাখি,
চম্কে ভাবি, তুমি নাকি?
মস্জিদে যাই গভীর রাতে খুঁজি আঁতিপাঁতি॥
রোজ-হাশরে দেখা পাব মোরে সবাই বলে;
তোমার বিহনে আমার ঘুম নাই নয়নে,
মোর জীবনে রোজ-কিয়ামত আসে প্রতি পলে।
বিষের সমান লাগে আমার দুনিয়ার যশ-খ্যাতি॥
১. চেরাগ
২. ওরা আমার দুখের সাথি
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে
কিছু জানা যায় না। ১৯৩৯ খ্রিষ্টাব্দের এপ্রিল মাসে (চৈত্র
১৩৪৫-বৈশাখ ১৩৪৬) টুইন রেকর্ড কোম্পানি থেকে গানটির
প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৯ বৎসর ১০ মাস।
- পত্রিকা: মোহাম্মদী [বৈশাখ ১৩৪৬ (এপ্রিল-মে ১৯৩৯)।
- রেকর্ড:
- টুইন [এপ্রিল ১৯৩৯ (চৈত্র ১৩৪৪-বৈশাখ ১৩৪৫)। এফটি ১২৭৬৯। শিল্পী:
সিরাজুর রহমান
- এইচএমভি [মে ১৯৪৯ (বৈশাখ-জ্যৈষ্ঠ ১৩৫৫)] এন ১৯৭৩২। শিল্পী: মফিজুল ইসলাম
- গ্রন্থ:
- নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০১৮। গান
১০৮৯।]