ভবিষয়:
নজরুল সঙ্গীত।
শিরোনাম :
আমারে সকল ক্ষুদ্রতা হ’তে বাঁচাও প্রভু উদার
‘মোনাজাত’
আমারে সকল ক্ষুদ্রতা হ’তে বাঁচাও প্রভু উদার!
হে প্রভু, শেখাও নীচতার চেয়ে নীচ পাপ নাহি আর॥
যদি শতেক জন্ম-পাপে হই পাপী
যুগ-যুগান্ত নরকেও যাপি,
জানি জানি প্রভু, তারও আছে ক্ষমা, ক্ষমা নাই নীচতার॥
ক্ষুদ্র করো না, হে প্রভু, আমার হৃদয়ের পরিসর,
যেন হৃদয়ে আমার সম ঠাঁই পায় শত্রু-মিত্র-পর।
নিন্দা না করি ঈর্ষায় কারো
অন্যের সুখে সুখ পাই আরো,
কাঁদি তা’রি তরে অশেষ দুঃখী ক্ষুদ্র আত্মা যার॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪১
খ্রিষ্টাব্দের অক্টোবর (আশ্বিন-কার্তিক ১৩৪৮) মাসে জাগরণ পত্রিকায় গানটি প্রথম
প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৪২ বৎসর ৪ মাস।
- পত্রিকা: জাগরণ, অক্টোবর ১৯৪১ (আশ্বিন-কার্তিক ১৩৪৮)
- গ্রন্থ: নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন
২০১৮। গান ১০৯২]