বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: আমি অগ্নি-শিখা, মোরে বাসিয়া ভালো
আমি অগ্নি-শিখা, মোরে বাসিয়া ভালো।
যদি চাও, তব অন্তরে প্রদীপ জ্বালো॥
মোর দহন-জ্বালা র’বে আমারি বুকে,
তব তিমির রাতে হ’ব রঙিন আলো॥
হ’ব তোমার প্রেমে নব উদয়-রবি,
আমি মুছাব প্রাণের তব বিষাদ-কালো॥
ল’য়ে বহ্নি-দাহ, প্রিয়! করো না খেলা,
কবে লাগিবে আগুন, হায়! ভাঙিবে মেলা।
শেষে আমার মতো কেন মরিবে জ্ব’লে,
তুমি মেঘের মায়া, শুধু সলিল ঢালো॥
মোরে আঁচলে ঢেকে’ তুমি বাঁচালে ঝড়ে,
আজ তুমিই আবার তা’রে নিভায়ো না লো॥
-
রচনাকাল ও স্থান:
নজরুলের পাণ্ডুলিপিতে লেখা আছে '২১-৬-৩১/রবিবার/সকাল'। উল্লেখ্য,
১৯৩১ খ্রিষ্টাব্দের ১৪ জুন (রবিবার ৩১ জ্যৈষ্ঠ ১৩৩৮) নজরুল নিজের গাড়ি নিয়ে বন্ধু-বান্ধবদের
সাথে দার্জিলিং ভ্রমণ করেন। এই ভ্রমণে অন্যান্যদের সাথে তাঁর সঙ্গিনী ছিলেন
বর্ষবাণী পত্রিকার সম্পাদিকা সুন্দরী ও সাহিত্যরসিকা জাহানআরা চৌধুরী। দার্জিলিং-
নজরুলের সাথে তাঁর বিশেষ হৃদ্যতা গড়ে উঠেছিল। এখানে নজরুল তাঁর খাতায় বেশকিছু
কবিতা ও গান লিখে দিয়েছিলেন। এর ভিতরে ২১শে জুন (রবিবার সকাল, ৬ আষাঢ়
১৩৩৮) নজরুল এই গানটি জাহানআরা
চৌধুরীর খাতায় লিখেছিলেন। এর শিরোনাম ছিল 'গান'। এই সময় নজরুলের বয়স ছিল ৩২
বৎসর ১ মাস।
-
নজরুল পাণ্ডুলিপি:
পাণ্ডুলিপি
-
গ্রন্থ: নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট।
তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০১৮। গান ১০৯৩]