বিষয়: নজরুল সঙ্গীত
শিরোনাম :
আমি আল্লার ডাকে ছুটে যাই যবে

                 দ্বৈত সঙ্গীত

পুরুষ  :  আমি আল্লার ডাকে ছুটে যাই যবে
           তুমি মোনাজাত কর গো নীরবে,
স্ত্রী     :  তুমি যে খোদার দেওয়া সওগাত মম বেহেশ্‌তের সাথি॥
পুরুষ  :  তুমি হেরেমের বন্দিনী নহ তুমি যে ঘরের বাতি।
স্ত্রী     :  তুমি যে ঈদের চাঁদ! তব তরে জাগিয়া কাটাই রাতি॥
পুরুষ  :  তুমি নারী আগে আনিলে ঈমান দ্বীন ইসলাম ’পরে,
স্ত্রী     :  তুমি যে বিজয়ী খোদার রহম আনিয়াছ জয় ক’রে!
পুরুষ  :  আজি দুর্বল মোরা তোমারে ত্যজিয়া
স্ত্রী     :  দাঁড়াইব পাশে উঠহ জাগিয়া,
উভয়ে :  হাতে হাত ধরি’ চলি যদি মোরা জাগিবে নূতন জাতি

                                     দুনিয়া আবার উঠিবে মাতি'॥