বিষয়:
নজরুল সঙ্গীত।
শিরোনাম :
আমি কালী নামের ফুলের ডালি এনেছি গো মাথায় ক’রে
আমি কালী নামের ফুলের ডালি এনেছি গো মাথায় ক’রে।
দুখের সাগর পার হয়ে যায় এ ফুল যে বুকে ধ’রে॥
(এই) প্রসাদী ফুল দিবস-যামী
ফিরি ক’রে ফিরি আমি,
(এই) ফুল নিলে তার ভুলের আড়াল চিরতরে যায় গো স’রে॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে জানা যায়
না।
- গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি
২০১২)। ১০৯৭ সংখ্যক গান।